ভারতীয় সংবিধান প্রস্তাবনা জি. কে. / The Preamble of the Indian Constitution G. K.


The Preamble of the Indian Constitution 

Preamble

                আমরা ভারতের জনগণ ভারতকে একটি [ সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ] রূপে গড়িয়া তুলিতে , এবং উহার সকল নাগরিক যাহাতে :

                   সামাজিক , আর্থনীতিক এবং রাজনৈতিক ন্যায়বিচার ;

                   চিন্তার অভিব্যক্তির , বিশ্বাসের , ধর্মের ও উপাসনার স্বাধীনতা ;

                   প্রতিষ্ঠা ও সুযোগের সমতা   নিশ্চিতভাবে লাভ করেন ;

এবং তাঁহাদের সকলের মধ্যে

                     ব্যক্তি - মর্যাদা ও [ জাতীয় ঐক্য ও সংহতি ] র আশ্বাসক ভ্রাতৃভাব প্রোন্নত হয় ;

                      তজ্জন্য সত্যনিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায় অদ্য , ২৬ শে নভেম্বর , ১৯৪৯ তারিখে , এতদ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছি , বিধিবদ্ধ করিতেছি এবং আমাদিগকে অর্পণ করিতেছি ।

 

 

       উল্লেখযোগ্য বিষয় :

  •      1947 সালের 22 জানুয়ারি জহরলাল নেহেরু সংবিধানের প্রস্তাবনা পেশ করেছিলেন ।      
  •       সংবিধানের প্রস্তাবনা কে “ সংবিধানের চাবিকাঠি বা  সংবিধানের আত্মা " বলা হয় ।
  •       1976 সালে 42 তম সংবিধান সংশোধন দ্বারা সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয় | আজ পর্যন্ত ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি সংশোধন করা হয়েছে মাত্র একবার ।
  •      বর্তমানে , ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারত যেরূপ রাষ্ট্র রূপে বর্ণনা করা হয়েছে তা হলো সার্বভৌম , সমাজতান্ত্রিক , ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ও প্রজাতন্ত্র ।
  •     1950 সালের 26 শে জানুয়ারি , যখন ভারতীয় সংবিধান কার্যকর হয় , তখন সংবিধানের প্রস্তাবনা ও ভারতকে যেরূপ রাষ্ট্র রূপে বর্ণনা করা হয়েছিল , তা হল সার্বভৌম , গণতান্ত্রিক প্রজাতন্ত্র ।
  •      ভারতীয় সংবিধানের প্রস্তাবনা উল্লেখিত স্বাধীনতা , সাম্যতা এবং ভাতৃত্বের আদর্শ গৃহীত হয়েছে ফরাসি বিপ্লবের আদর্শ থেকে ।
  •      বেরুবাড়ী মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ নয় ।
  •      1973 সালে ভারতের সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতী মামলা তার পূর্বের রায় পরিবর্তন করে রায় দান করে এবং যে সংবিধানের প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ।                                                 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

ভারতীয় সংবিধান 130+ প্রশ্ন ও উত্তর / Indian Constitution 130+ Short Q. & A.