ভারতীয় সংবিধান প্রস্তাবনা জি. কে. / The Preamble of the Indian Constitution G. K.
Preamble
আমরা ভারতের জনগণ ভারতকে একটি [ সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ] রূপে গড়িয়া তুলিতে , এবং উহার সকল নাগরিক যাহাতে :
সামাজিক , আর্থনীতিক এবং রাজনৈতিক ন্যায়বিচার ;
চিন্তার অভিব্যক্তির , বিশ্বাসের , ধর্মের ও উপাসনার স্বাধীনতা ;
প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন ;
এবং তাঁহাদের সকলের মধ্যে
ব্যক্তি - মর্যাদা ও [ জাতীয় ঐক্য ও সংহতি ] র আশ্বাসক ভ্রাতৃভাব প্রোন্নত হয় ;
তজ্জন্য সত্যনিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায় অদ্য , ২৬ শে নভেম্বর , ১৯৪৯ তারিখে , এতদ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছি , বিধিবদ্ধ করিতেছি এবং আমাদিগকে অর্পণ করিতেছি ।
উল্লেখযোগ্য বিষয় :
- 1947 সালের 22 জানুয়ারি জহরলাল নেহেরু সংবিধানের প্রস্তাবনা পেশ করেছিলেন ।
- সংবিধানের প্রস্তাবনা কে “ সংবিধানের চাবিকাঠি বা সংবিধানের আত্মা " বলা হয় ।
- 1976 সালে 42 তম সংবিধান সংশোধন দ্বারা সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয় | আজ পর্যন্ত ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি সংশোধন করা হয়েছে মাত্র একবার ।
- বর্তমানে , ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারত যেরূপ রাষ্ট্র রূপে বর্ণনা করা হয়েছে তা হলো সার্বভৌম , সমাজতান্ত্রিক , ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ও প্রজাতন্ত্র ।
- 1950 সালের 26 শে জানুয়ারি , যখন ভারতীয় সংবিধান কার্যকর হয় , তখন সংবিধানের প্রস্তাবনা ও ভারতকে যেরূপ রাষ্ট্র রূপে বর্ণনা করা হয়েছিল , তা হল সার্বভৌম , গণতান্ত্রিক প্রজাতন্ত্র ।
- ভারতীয় সংবিধানের প্রস্তাবনা উল্লেখিত স্বাধীনতা , সাম্যতা এবং ভাতৃত্বের আদর্শ গৃহীত হয়েছে ফরাসি বিপ্লবের আদর্শ থেকে ।
- বেরুবাড়ী মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ নয় ।
- 1973 সালে ভারতের সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতী মামলা তার পূর্বের রায় পরিবর্তন করে রায় দান করে এবং যে সংবিধানের প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ।

Comments
Post a Comment