ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য / Fundamental Duties in the Constitution of India

ভারতের সংবিধান

 ভাগ ৪ ক

 মৌলিক কর্তব্যসমূহ 

৫১ কভারতের প্রত্যেক নাগরিকের কর্তব্য হইবে— 

( ক ) সংবিধান মানিয়া চলা এবং উহার সকল আদর্শ ও সংস্থা এবং জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা করা ; 

( খ ) যে মহান আদর্শ আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রামকে উদ্বুদ্ধ করিয়াছিল তাহা পোষণ ও অনুসরণ করা ; 

( গ ) ভারতের সার্বভৌমত্ব , ঐক্য ও অখণ্ডতা সমুন্নত রাখা ও রক্ষা করা ; 

( ঘ ) আহূত হইলে দেশের প্রতিরক্ষা করা ও জাতীয় সেবাকার্য সম্পাদন করা ;

 ( ঙ ) ধর্মীয় , ভাষাগত ও আঞ্চলিক বা শ্রেণীগত বিভিন্নতা অতিক্রমপূর্বক ভারতের জনগণের সকলের মধ্যে সমন্বয় ও সাধারণ ভ্রাতৃত্ববোধ প্রোগ্গত করা ; নারীজাতির মর্যাদার হানিকর আচরণ পরিত্যাগ করা ; 

( চ ) আমাদের সংমিশ্র কৃষ্টির সমৃদ্ধ উত্তরাধিকারের সম্মাননা ও রক্ষণ করা ; 

( ছ ) বন , হ্রদ , নদী ও বন্য প্রাণী সমেত প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা ও উহার উন্নতিসাধন করা এবং সকল জীবিত প্রাণীর প্রতি সদয় হওয়া ;

 ( জ ) বৈজ্ঞানিক মানসিকতা , মানবতাবোধ এবং অনুসন্ধিৎসা ও সংস্কারের স্পৃহা বিকশিত করা ; 

( ঝ ) সরকারী সম্পত্তি সংরক্ষণ করা ও হিংসা ত্যাগের শপথ গ্রহণ করা ; 

( ঞ ) জাতি যাহাতে উদ্যম ও সাফল্যের উচ্চতর স্তরে সতত উন্নীত হয় , সেজন্য ব্যক্তিগত ও সমষ্টিগত কর্মপ্রচেষ্টার সকল ক্ষেত্রে উৎকর্ষের জন্য চেষ্টা করা । 

( ট ) যিনি পিতা মাতা বা অভিভাবক , তাঁহার , ক্ষেত্রানুযায়ী , ছয় এবং চৌদ্দ বৎসরের মধ্যবর্তী বয়সের নিজ সন্তান বা প্রতিপাল্যকে শিক্ষার সুযোগ প্রদান করা ।

 

 

ভারতীয় সংবিধানের 'মৌলিক কর্তব্য'

 - উপর প্রশ্ন ও উত্তর

Q1.  ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য সম্পর্কিত বিধানগুলির কার  সুপারিশে যুক্ত করা হয়েছিল : 

(A) বলবন্ত রাই মেহতা কমিটি  

(B) আয়েঙ্গার কমিটি  

(C) স্বরণ সিং কমিটি  

(D) ঠাক্কার কমিশন  

Answer :👉  (C) স্বরণ সিং কমিটি 

 Q2. সংবিধানে মৌলিক কর্তব্য কখন সংযুক্ত করা হয়েছিল ?

 (A) 1976 সালে  

(B) 1979 সালে  

(C) 1975 সালে  

(D) 1978 সালে  

Answer :👉  (A) 1976 সালে

Q3.  নিচের কোনটির সুরক্ষা করা  ভারতীয় নাগরিকের মৌলিক দায়িত্ব ?  

(A) গ্রাম পঞ্চায়েত    

(B) অর্থনৈতিক বাজার    

(C) তফসিলি জাতি / তফসিলি উপজাতি    

(D) বন্য জীবন   

 Answer :👉 (D) বন্য জীবন

Q4. প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং উন্নতি করা ভারতের প্রতিটি নাগরিকের দায়িত্ব হবে ,  উপরোক্ত বিবৃতিটি ভারতের সংবিধানের অনুচ্ছেদ গুলির নিচের কোনটি বোঝায় ?   

(A) অনুচ্ছেদ  21    

(B) অনুচ্ছেদ 48-A    

(C) অনুচ্ছেদ   51-A    

(D) অনুচ্ছেদ 56    

Answer :👉 (C) অনুচ্ছেদ   51-A  

Q5.  ফান্ডামেন্টাল ডিউটি সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি  সত্য নয় : 

(A) তারা রিট দ্বারা প্রয়োগ করা যেতে পারে  

(B) এগুলি কেবল সংবিধান পদ্ধতি দ্বারা প্রচার করা যেতে পারে  

(C) এগুলি অনির্দিষ্ট বিধি ব্যাখ্যার জন্য ব্যবহার করা যেতে পারে  

(D) যে কোনও নির্দিষ্ট দায়িত্বের কার্য সম্পাদন সাংবিধানিক আইনের ক্ষেত্রের মধ্যে আসে যা কোন আদালতকে সিদ্ধান্ত নিতে হয়  

Answer :👉 (A) তারা রিট দ্বারা প্রয়োগ করা যেতে পারে  ।

Q6.  নিচের কোনটি ভারতে ফান্ডামেন্টাল ডিউটি ? 

(A) নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা 

 (B) আমাদের সম্মিলিত সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যর   মূল্য এবং সংরক্ষণের জন্য  

(C) নিখরচায় এবং বাধ্যতামূলক শিক্ষা  

(D) অস্পৃশ্যতা বিলোপ 

 Answer :👉 (B) আমাদের সম্মিলিত সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যর   মূল্য এবং সংরক্ষণের জন্য  ।

Q7.  কোনটি নাগরিকের মৌলিক দায়িত্বগুলির মধ্যে পরে না    – 

(A) প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং উন্নতি করতে  

(B) মহৎ আদর্শের লালন ও অনুসরণ করা যা আমাদের জাতীয় স্বাধীনতার সংগ্রামকে অনুপ্রাণিত করে 

 (C) অস্পৃশ্যতা বিলোপের দিকে প্রচেষ্টা করা  

(D) বৈজ্ঞানিক মেজাজ, মানবতাবাদ এবং তদন্ত এবং সংস্কারের চেতনা বিকাশ করা। 

 Answer :👉  (C) অস্পৃশ্যতা বিলোপের দিকে প্রচেষ্টা করা  । 

 Q8. নীচের কোনটি মৌলিক দায়িত্ব নয় ?   

(A) জাতীয় সংগীতকে শ্রদ্ধা জানাতে    

(B) সরকারী সম্পত্তি রক্ষার জন্য   

 (C) স্মৃতিস্তম্ভ এবং জনসাধারণের গুরুত্বের স্থানগুলি রক্ষা করা হয়    

(D) প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং উন্নতি করতে    

Answer :👉  (C) স্মৃতিস্তম্ভ এবং জনসাধারণের গুরুত্বের স্থানগুলি রক্ষা করা হয়    । 

Q9.  ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে 42 টি সংবিধান সংশোধন আইন দ্বারা মৌলিক দায়িত্ব পালনের বিধান করা হয়েছে ?  

(A) অনুচ্ছেদ  50    

(B) অনুচ্ছেদ  51 A   

 (C) অনুচ্ছেদ   52    

(D) অনুচ্ছেদ 53   

 Answer :👉 (B) অনুচ্ছেদ  51 A  

Q10.  ভারতীয় সংবিধানে বর্ণিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলির মধ্যে নিচের কোনটি / রয়েছে ? 

1. আমাদের সম্মিলিত সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণ করা। 

2. দুর্বল অংশগুলিকে সামাজিক অন্যায় থেকে রক্ষা করা। 

3. বৈজ্ঞানিক মেজাজ এবং তদন্তের মনোভাব বিকাশ করা। 

4. স্বতন্ত্র ও সম্মিলিত ক্রিয়াকলাপের সর্বক্ষেত্রে শ্রেষ্ঠত্বের দিকে সচেষ্ট হওয়া। 

নীচে দেওয়া কোড ব্যবহার করে সঠিক উত্তরটি নির্বাচন করুন 

 (A) কেবল 1  

(B) 1 এবং 2  

(C) 1,3 এবং 4  

(D) 1,2,3 এবং 4  

Answer :👉 (C) 1,3 এবং 4 

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

ভারতীয় সংবিধান প্রস্তাবনা জি. কে. / The Preamble of the Indian Constitution G. K.

ভারতীয় সংবিধান 130+ প্রশ্ন ও উত্তর / Indian Constitution 130+ Short Q. & A.