Posts

ভারতীয় সংবিধান প্রস্তাবনার জি. কে. প্রশ্ন ও উত্তর / Indian Constitution Preamble Short Q. & A.

Image
ভারতীয় সংবিধানের প্রস্তবনা ও তাৎপর্য থেকে বিগত পরীক্ষার প্রশ্ন উত্তর       Q1. ভারতের সংবিধানের প্রস্তাবনা প্রথম সংশোধন কবে করেছিল ?    Ans. 👉   1976 সালে ।   Q2.  ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ও ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে তার তাৎপর্য হলো -      Ans. 👉   রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোন রকম বৈষম্য করা হয় না ।     Q3. সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছরে ?   Ans. 👉   1976 সালে  ।   Q4. ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি -      Ans. 👉   সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র  ।   Q5. সংবিধান কখন কার্যকর হয় ?     Ans. 👉 26 শে জানুয়ারি , 1950 সালে ।   Q6. ভারতীয় রাষ্ট্রব্যবস্থার পাঁচটি বৈশিষ্ট্য : সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্রের মধ্যে কোন ...

ভারতীয় সংবিধান প্রস্তাবনা জি. কে. / The Preamble of the Indian Constitution G. K.

Image
The Preamble of the Indian Constitution   Preamble                 আমরা ভারতের জনগণ ভারতকে একটি [ সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ] রূপে গড়িয়া তুলিতে , এবং উহার সকল নাগরিক যাহাতে :                    সামাজিক , আর্থনীতিক এবং রাজনৈতিক ন্যায়বিচার ;                    চিন্তার অভিব্যক্তির , বিশ্বাসের , ধর্মের ও উপাসনার স্বাধীনতা ;                    প্রতিষ্ঠা ও সুযোগের সমতা   নিশ্চিতভাবে লাভ করেন ; এবং তাঁহাদের সকলের মধ্যে                      ব্যক্তি - মর্যাদা ও [ জাতীয় ঐক্য ও সংহতি ] র আশ্বাসক ভ্রাতৃভাব প...

ভারতীয় সংবিধান জি.কে. / Constitution of India G. K. , Version 2021

Image
   ভারতীয় সংবিধান    ভারতের সংবিধানের ' অনুচ্ছেদ বr Article ' -এর একটি পাঠ্য  সারাংশ 👇   ভাগ ১   সংঘ ও উহার রাজ্যক্ষেত্র     প্রস্তাবনা     অনুচ্ছেদ/Article       ১             সংঘের নাম ও রাজ্যক্ষেত্র     ২            নূতন রাজ্যের অন্তর্ভুক্তি বা স্থাপনা    ২ ক         [ বাদ গিয়াছে ]     ৩              নূতন রাজ্যসমূহ গঠন ও বিদ্যমান রাজ্যসমূহের আয়তন , সীমানা বা নামের পরিবর্তন     ৪              ২ ও ৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রণীত বিধিতে প্রথম ও চতুর্থ তফসিলের সংশোধনের এবং অনুপূরক , আনুষঙ্গিক ও পারিণামিক বিষয়সমূহের বিধান থাকিবে ।   ভাগ ২   নাগরিকত্ব     ৫             সংবিধানের প্রারম্ভে নাগর...